এই পথ এই পথ দুজনের চেনা
যে পথের একপাশে ফোটে আছে হেনা।
বিমোহিত মনখানা কত ছুটে যায়
কত পথ এই পথে নিজেকে জড়ায়।
নদী–জল বিহানেতে করছে খেলা
এই পথ আর তুমি কর না কো হেলা।
এক সাথে এক মতে কত হাঁটাহাঁটি
কোন সে পাহাড় এসে করল মাটি।
ঐ দেখো পাখি তার পাখি নিয়ে মাতে
কত বেলা কেটে যেতো চাঁদনী রাতে।
আকাশের বুকে আজও পিরিতের দাগ
এই পথে মিশে আছে রাগ–অনুরাগ।
মনখানি ভাগাভাগি–এক ভাগে ছায়া
এক ভাগে মিশে আছে ভালোবাসা, মায়া।
এই পথ এই পথ, পথ আজও পথে আছে
পথের মানুষ নেই, শুধু শতো স্মৃতি নাচে।