চিত্তে আমার আগুন জ্বলে
দুষ্টু নারীর জন্য
নতুন এসে আমার ঘরে
কেড়ে নিলো অন্ন!

হায় রে নারী শ্রেষ্ঠ নারী!
একই তোমার হাল
নতুন দেশে নতুন এসে
চালাও কিসের চাল?

যুগের পরে যুগ বিলিয়ে
সাজলো আমার ঘর
আমার ঘরের সবজনাকে
করলে তুমি পর।

যে ঘরেতে শান্তি ছিলো
সে ঘরে তে মন্দ
দুষ্টু নারী তোমার জন্য
ঘরে এলো দ্বন্দ্ব।