চোখের পাতায় মহা পাথার
অদৃশ্য যার বারি
যায় না দেখা হঠাৎ আমি
ডুবে যেতেই পারি।
রোদ্র তুমি তীব্র ছিলে
কোমল হলে কবে
যুদ্ধ করে মুক্ত যখন
দোস্ত হলে তবে।
বন্যা তুমি ধ্বংস করে
যাচ্ছ যখন চলে
ফেরার পথে প্রীতি দেখাও
কাঁদো নানা ছলে।
অনিল তুমি বিদায় নিলে
শান্ত পাতায় লেখা
গায়ের আগুন নিভল তবে
পেলাম তোমার দেখা।
আঁধার তুমি সঙি যখন
চাঁদটা নিলো হেসে
নদীর কিনার পাবো যখন
ডিঙি এলো ভেসে।
খরা তুমি বিদায় নেবে
নামল এবার জল
দুঃসময়ে পাইনি দেখা
সু-সময়ে ঢল।