ভালো থাকার বয়সটুকু
খুন হয়েছে
ভুল প্রেমেতে- খুন হয়েছে
কেউ জানে না!
ত্রিশের কোঠায় দাঁড়িয়ে এখন
মরার মতো মরতে আছি
একলা একা পুড়তে আছি কেউ জানে না।

হয় না তেমন পেশ,
আমার পুরো হৃদয় জুড়ে শোকের পরিবেশ!

আজকে হঠাৎ দূরের পাহাড়
দেখতে এলো
আমায় ভালো বাসতে এলো
পোঁড়া বুকে ফুল ফোটায়ে–
নতুন করে বসতে এলো,
আমি তখন মেলে ধরি–
আমার হৃদয়খানি,
বলল হেসে, যুগের বেশি তোমায় জানাজানি!

এখন আছি বেশ,
রূপের পাহাড় নিয়ে এলো, নারী বাংলাদেশ।
০৪-০৪-২০২৩