এক রাতে তোমায় যদি না পাই
এক রাতে তোমায় যদি না দেখি
আমার কাটে না ভালো সেই রাত্রি
আমি মৃত্যুর পথ যাত্রী ।।

টুটে যায় ঘুম তোমায় না পেলে
কষ্টরা রাত-দিন বুকেতে খেলে
তুমিহীন প্রতি রাত কেমনে থাকি?
এক রাতে তোমায় যদি না দেখি
এক রাতে তোমায় যদি না পাই
আমার কাটে না ভালো সেই রাত্রি
আমি মৃত্যুর পথ যাত্রী ।।

না পাওয়া অসুখ না দেখা অসুখ
কথা না বলার পুড়ে যাওয়া বুক
কারে দেখাই? তুমি ছাড়া এজীবনে–
সব কিছু কেন জানি আঁধার দেখি!
এক রাতে তোমায় যদি না দেখি
এক রাতে তোমায় যদি না পাই
আমার কাটে না ভালো সেই রাত্রি
আমি মৃত্যুর পথ যাত্রী ।।
২৭-০৮-২০২৪