ক্যাম্পাসে দেখে প্রেম জন্মেছিলো
গোপনে চিঠিখানা পৌঁছে ছিলো
সম্মতি না পেয়ে, রাগে পরিণত
দূর হতে ভালোবাসি আমি অবিরত।

সেই থেকে কেটে যায় বারোটি বছর
খুজো নি, বুঝো নি আমার-ই শহর
দীর্ঘ সফর শেষে হলো মোলাকাত
তারপরও চিনো নি পুরোনো সে হাত।

আমি ঠিকই নিয়েছি তোমায় চিনে
নতুন প্রেমের ফুল দিয়েছি কিনে
না জেনে সেই ফুল করেছো গ্রহণ
আমি সেই পুরোনো স্মৃতির দহন।

গল্পটা শোনে তুমি চোখের ভাষায়
কত বকা দিয়েছো কথায় কথায়
আজকাল দুজনেই প্রেমেতে বিভোর
বারোটি বছর পর এসেছে এ ভোর।

চাইনা-তো হারাতে যে-টুকু পেলাম
আমাদের প্রেম আর হবে না নিলাম
বাকি পথ একসাথে হেঁটে যেতে চাই
এইটুকু চাওয়া আজ, আর কিছু নাই।
১২-০৫-২০২৪