দাদু তোমার বিদায় শুনে
সবাই এলো বাড়ি
শেষ বেলাতে গেলে চলে...
চড়ে কাঠের গাড়ি।

আঙিনার ওই বৃদ্ধ তরু
আজও আছে দাঁড়িয়ে
পাকা ফসল শাখায় নিয়ে
ডাকছে শির নাড়িয়ে।

কোকিল পাখি নীরব হয়ে
এদিক সেদিক তাকায়
করলে তাড়া সিংহের মত
চোখ খানা তার রাঙায়।

পুকুর পাড়ের গাছ তলাটি
ছায়ায় ছিলো ভরা
শীতল হাওয়া, লেপ্টে ছিলো
সেথায় এখন খরা।

হাতে গড়া ফুলের কানন
পড়ে আছে রিক্ত
তোমার জন্য হাজার ভ্রমর
দলে দলে সিক্ত।

পূব আকাশের বায়ু মামা
নিত্য যেত ছোঁয়ে
তোমার বিদায় শুনে শুনে
সেও গেলো খোয়ে।

পাশের বাড়ির বৃদ্ধ দাদুর
পেকে গেছে কেশ
তুমি চলে গেছো বলে
তারও আসা শেষ।

বাড়ির সামনের টঙ্গিটাও
ভাবছে তোমার কথা
ভাবছি আমি ভাবছে তোমার
ছোট্ট নাতি লতা।