আকাশ চুপ হয়ে আছে তার সৃষ্টি লগ্ন থেকে,
মাটি চুপ হয়ে আছে তার জন্ম লগ্ন থেকে,

নদী-জল-বহমান সাগর পাড়ায়,
পাখি তার ছোট নীড়ে স্বপ্ন উড়ায়...

ফুল বলো, পাখি বলো–উঁচু ধ্বনি তুলেনি?
শুরু হতে আজও তারা, চুপ হতে ভুলেনি!

চুপ হতে জানে আরও হৃদয়ের মানুষেরা
চুপ হতে জানে আরও অনুভূতি কথারা!

এই যে রঙিন সব পৃথিবীর ঘর-বাড়ি
সব ছেড়ে দিতে রাজি, ছাড়বে না ভুল বাড়ি!

ডাল ভেঙে, ঘরডালে পড়ে থাকা রুচি যার
অল্পতে মুছে ফেলা, ঘুচে যাওয়া সুখ তার!

সময়ের হাত ধরে রূপ চ্যঞ্জ–মনখান
পুরোনো পথে চলা, আজ কথা টানটান!

কায়দাতে দোষ নেই, অজুহাত সবখানে!
ইচ্ছেতে ভালোবাসা, শেষ হলে ইতি টানে!

নিমিষেই সব ভুলে পাথরের হিম্মত
এইরূপ মানুষেরা আসলে কী হয় সৎ?

যার দিলে, যার মনে শুরু আর শেষ আছে
গভীর চোখে বলি, তারাই পাল্টাতে আছে!
১৭-১০-২০২৪