বহু শহর ঘুরেছি
বহু মেয়ে দেখেছি
বহু কথা বলেছি, তাদের সাথে।
একটুও লাগেনি ভালো।

যারে এতো লাগে ভালো
সে আমায় বাসেনা ভালো?