তোলপাড় নিঃসঙ্গ জীবনের দুয়ারে
গোলাপের ফুল হয়ে এসেছ তুমি
জোড়াহীন হাতখানা ধরেছ চেপে
বারোটি বছর শেষে এসেছ তুমি
আঁধারে ডাকা এই বয়সের ধারে
ভরসার ঠাঁই হয়ে এসেছ তুমি
তুমুল ঝড়ো-হাওয়া বইছে যখন
রাঙা হাসি ঠোঁটে নিয়ে এসেছ তুমি
মরা দেহে শান্তির ছিল না আবাস
বাঁচার তাগিদ নিয়ে এসেছ তুমি
জীবনের হাল ছেড়ে পথে বাড়ি-ঘর
পথের সুবাস হয়ে এসেছ তুমি
এলোমেলো স্বপ্নরা ঘুমিয়ে বিভোর
এক যুগ পরে এসে জাগালে তুমি
নারী সুখ, নারী প্রেম শূন্য যখন
বুকে তুলে সেইক্ষণে নিয়েছ তুমি
কতোটা বছর একা ভেবেছি তোমায়
বারোটা বছর পর জানলে তুমি
জানার পরও তুমি বন্দী খাঁচায়
দূর হতে কেদে যাই, অপারগ তুমি।
৩১-০৩-২০২৪