এপথে নির্জনতা হরহামেশা লেপ্টে থাকে
মানুষের চোখ নেই এপথে
বহুদিন আমি তুমি একা একা মেতেছি
শব্দহীন নির্জন পাহাড়ে
একদিন পাখি এলো, নীল আকাশের চাঁদ এলো
আমরা থমকে গেলাম
আমাদের চুক্তির এখনও কোটি সেকেন্ড প্রয়োজন
ঠোঁট চুম্বনের মুহুর্ত
সূর্য হেসে উঠল
কুয়াশা ভেঙে একঝাঁক বন্যপ্রাণি
ফুলের মৌ মৌ গন্ধ–
আমাদের জানিয়ে দিল, আয়েশ কর
আলিঙ্গন কর, ফুলের বাসর কর
আমরা প্রস্তুত। দীর্ঘদিনের প্রস্তুতি ভেঙে
সম্মুখে একজন পথিক
আমরা বুঝতে পারলাম–
এখানে মানুষের ঘর হতে চলেছে
হাজারটা বিকেল শেষে
আমাদের নির্জন ভুবন, প্রাণিদের দখলে
আমরা এখন নিস্তব্ধ পৃথিবী খুঁজে বেড়াই
তারপর জানা হলো সব নির্জনতায় মানুষ
মানুষ এখন মানুষের দখলে
মানুষ আজকাল সভ্য হচ্ছে বিবেকের কাছে
তিনটি যুগ এড়িয়ে আমরা এখন নতুন যুগের মানুষ।