আমায় পথের ঠিকানা দাও
    আমি পথ হারিয়েছি
    পথে পথে ঠিকানা আমার
    দূর হতে দূরে এসেছি।।
    আমি পথ হারিয়েছি.....

সকাল দুপুর হেঁটে হেঁটে যায়
    রাত্রি কাটে আঁধারে বসি
    গোপন অসুখ নাড়া দিয়ে যায়
    পথ খুঁজে, পথে-পথে বাঁচি।।
    আমি পথ হারিয়েছি.....

সুখে-সুখে এতো দূর এলাম
    তারপর পথ হারালাম
    আজ আমার পথ বড় পিচ্ছিল
    ভুল পথে হেরে গিয়েছি।।
    আমি পথ হারিয়েছি.....

পাহাড়ের মত সুখ হাতে নেড়েছি
    সুখেতে জীবন ছিল বন্দী
    বন্দী সুখের ভেঙেছে তালা
    সুখ খুঁজে তাই–পথে আছি।।
    আমি পথ হারিয়েছি.....

১৮/০৮/২০২৩ (ঢাকা)