আগের মত হাসতে জানো
আগের পায়ে হাঁটতে জানো
গাড়ি–ঘোড়া চড়তে জানো
ঘুরতে জানো–
অল্প করে পথের চারিধার।
গল্প বলার ধরণ একই
কথা বলার আবেগ একই
কোথাও খুঁজে পাইনা তোমার–
ভিন্ন ভাষার রূপ!
চলার এবং ফেরাত পথে
সব কিছুতেই আগের নিয়ম
বদলেগেছে কেবল তোমার
ভালোবাসার রূপ!
আমার সাথে আমার কাছে
কদিন যাবত, এই যে তুমি–
মাটির মত চুপ!
২৮-০৮-২০২৪