আমার ঘর ছিল না
সবার মতো রঙিন একটা রুম ছিল না
ক্লান্ত শরীর জিরিয়ে নেওয়ার বেড ছিল না
কাব্য লিখার দিস্তা খাতা–কিংবা বসে–
পদ্য লিখার অন্য রকম আয়োজনের সুযোগ ছিল না
জোসনা রাতে একলা বসে রাতের সাথে গল্প করা,
দূর আকাশের প্রেমের ছবি–
চোখের পাতায় মেলতে গিয়ে–
নির্জনতায় বসে থাকার জায়গা ছিল না
আমার ভাঙ্গা চুড়া চেয়ার ছিল না
আমার কিছুই ছিল না।
অন্য রকম জীবন ছিল–
গায়ে পরার হলুদ রঙের একটা রঙিন পাঞ্জাবীতে–
সকাল যেতো, দুপুর যেতো...
ইচ্ছে মতো বদলে নেওয়ার আমার কোনো জামা ছিল না
আমার শুধু স্বপ্ন ছিল
বেঁচে থাকার সাহস ছিল
মানুষ হওয়ার তাড়া ছিল
বুকের ভেতর আকাশসম পিরিত ছিল
এমন করে আমার মাঝে অনেক ছিল...
একটা বয়স কাটিয়ে আমার জীবন এখন অন্য রকম!
পাহাড় পথে পালিয়েগেছে বুকের সকল যখম
এখন আমায়–ফুল–পাখিরা সঙ্গ দেয়!
এক যুবতী ভালোবেসে আমার সকল কষ্ট নেয়!