আমাদের দেশে আছে আজানের সুর
আছে আছে আরো আছে প্রভাতী, ভোর
আমাদের দেশে আছে সূর্য, আকাশ
আছে আছে আরো আছে সুনীল বাতাস
আমাদের দেশে আছে পাখিদের গান
আছে আছে আরো আছে নদী, আসমান
আমাদের দেশে আছে সবুজের ঢেউ
আছে আছে আরো আছে মৌমাছি, মউ
আমাদের দেশে আছে আঁকাবাঁকা পথ
আছে আছে আরো আছে নানা অভিমত
আমাদের দেশে আছে রোদেলা দুপুর
আছে আছে আরো আছে মাছ ও পুকুর
আমাদের দেশে আছে বিকেল বেলা
আছে আছে আরো আছে বোশেখ মেলা
আমাদের দেশে আছে জোনাক, বাতি
আছে আছে আরো আছে সন্ধ্যা, রাতি
আমাদের দেশে আছে নৌকো, মাঝি
আছে আছে আরো আছে শহিদ, গাজী
আমাদের দেশে আছে শান্তি, লড়াই
আছে আছে আরো আছে স্বপ্ন, বড়াই
আমাদের দেশে আছে আঁধার আলো
আছে আছে যা আছে সবই ভালো।