গিন্নীর জন্য পদ্য লেখার শব্দ খোঁজা শেষে
ছন্দ লিখেই ফিরে এলাম সকল নির্বিশেষে,
সে নাকি পরী হবে, উড়বে আকাশেতে
সাধ্য না থাকায় দেখবো আমি দুঃখ ভরা চোখে।
হুটহাট করে তাকে নিয়ে এতো ভাবনা রটে
তবে কি আমি হারিয়ে গেলাম পরী নামক দেশে?
প্রজাপতির নীলচে ডানা বড্ড ভালোলাগে
সেই কিনা প্রজাপতি - কেই বা কে জানে!
আমি না হয় ফুল হবো তার ছোঁয়া পেতে
সে কি আদৌ ছুয়ে দেবে তারই আলতো হাতে!