তুমি নিঃশ্বাসের মতোই অনুভবনীয়
যাকে কেবল অনুভব দিয়েই ছোঁয়া যায়,
তুমি উপমাবিহীন তৃপ্তির মতন অবর্ণনীয়।

সক্রেটিস কিংবা প্লেটোর দুর্বোধ্য দর্শনের গোলকধাঁধায় মোড়ানো,
যাকে কলমের আঁচড়ে ফুটিয়ে তুলতে চাইলে ধাঁধিয়ে আসে আমার মস্তিষ্ক।

তবুও আমি কেনো তোমাকে একনাগাড়ে
লিখতে ভালোবাসি, সে প্রশ্ন অমূলক!

আমার প্রতিটি ছন্দমিল আর সঙ্গীতের
শেষ রাগিণীকে তোমার আপন করে নিয়ো,
প্রতিটি উপসংহারে মায়া লেপ্টে দিয়ো।