অস্তিত্বের শূন্যতায় তুমি আমার
বিষন্নভরা ক্লান্ত মিনতি,
দুর্বোধ্য দর্শনে মিশে থাকা গভীর
ভাবনার অবশ অনুভূতি।

মোর অপেক্ষমান হৃদয়ে তুমি
অমানিশার বিলীয়মান আঁধার,
প্রতিটি ক্ষনেই প্রহর গুনি
"তুমি" নামক উদ্ভাসিত ঊষার।

রবির কিরণ কিংবা নির্মল জোছনা
বিষাদ লাগে তোমায় ছাড়া,
চূড়াস্পর্শী ব্যাকুলতা হয় নিস্তরঙ্গ
তুমিহীনা হয় ছন্নছাড়া।

তবুও অদেখা হয়ে থাকো কেনো
দূর থেকে ভীষণ মায়া বাড়াও রোজ,
শূণ্যতার বিলবোর্ডে ছেয়েছে গোটা শহর
ইথারে প্রতিধ্বনিত হয় "তুমি নিখোঁজ"।