তুমি মেঘাচ্ছন্ন করতে পারো আঁখিদ্বয়কে নিমিষেই
চোখে প্রতিফলিত হয় অভিমানের সুর,
ঠোঁটে গেঁথে নিতে পারো অনুযোগের পঙক্তিমালা
হাসি মুখের স্নিগ্ধতা লুকিয়ে রাখো বহুদূর।

তবু আমি উপেক্ষা এড়িয়ে রয়ে যাই পাশে
তোমার জমানো রাগ যতই হোক স্ফীত,
প্রয়োগ করতে পারো তুমি এতো অধিকার
তোমাকে ভালোবাসি বলেই তো!