আত্মঘাতী বীভৎস মানসপটে তুমি তুলেছো
হিদায়াতের স্বর্গীয় অম্লান সুর,
ভুলিয়ে দিয়েছো নিঃসীম আঁধারের ভয়
যখন আত্মাগুলো ছিলো ক্লান্ত-বিমুঢ়।

তুমিই তো প্রাচীর ভেঙ্গেছো বন্ধ হৃদয়ের
আর পথপানে তাকিয়ে করেছিলাম তোমার ইন্তেজার,
পথের দিশা পেয়েছি তোমার হাত ধরেই
শুনিয়েছো মুক্ত কণ্ঠে মুক্তির ইশতেহার।

তাই স্রোতস্বিনী তার কলধ্বনিতে ডাকে তোমায়
স্বতঃস্ফূর্ত কণ্ঠে পাখি ডাক তোলে কুহু,
আমি আনমনে ছন্দ মেলায় সঙ্গীতের শেষ রাগিণীতে
গুণগুণ সুর তুলি "সালাতুল্লাহি আলাইহি ওয়া সালামুহু"।