অনন্ত ক্যারুলাম বিভোর মরুৎ নীরদের তুলা ভাসে
হরিৎ দিকচক্রবাল অরুণ্য-কাননে চিত্ত খুলে হাসে,
শুভ্র- নীলাম্বুর মনোহর মেলে দূর অম্বরের গায়
নীল-হরিতে শোভন সাজে দিগন্তের রেখায়।
রঞ্জনের ছোঁয়ায় হৃদয় খোয়ায় সুশ্রী এই বসুধা
স্বাচ্ছন্দ্যের সুরে মন ভরে বিভায় অখিল ভরা,
সবুজ ক্ষেতে ধানের শীষ মুখ উঁচিয়ে হাসে
চাষী ভাইয়ের মন আনন্দে উতাল-পাতাল করে।
তটিনীর পাড়ে বালুচরে কাঁশফুলের শুভ্রতার ছোঁয়া
শরৎ আসলে শিউলী-বকুলের উষ্ণ হাসির মেলা,
শ্রাবণী শেষে তপন হাসে, রোদ্দুর হারায় জলদে নিমিষে
শরৎ গগণ সুরম্য ক্যানভাস, ভরপুর রহস্যময়ে।