মনে পড়ে?
আমি ছিলাম উসমানী রাজা
আর তুমি অষ্টাদশী হেরেমী সুলতানা।
মাঝে মাঝে জোৎস্না রাতে,
তোমার সোনালী চুলগুলো আঁচড়ে দিতাম  
তোমার আবদারে কবিতা বলতাম।
সে-কি প্রেম।
আহা! ভুলে গেলে?
তোমার ঠোঁটে চুমু খাইনি বলে কি
অভিমানটাই না করেছিলে!

কত কাল কেটে গেলো দেখো
আমাদের সমস্ত প্রেম আজ বিবস্ত্র ধোঁয়ায়
মিশে মিশে হাহাকার করছে এখন।
কত করে বলেছিলাম ওদিকে যেও না,
দেখলে তো,আজ হায়াতের সবটুকু নিমফুলের
অপেক্ষায় কেটে যাচ্ছে!

তবু আমি জানি,
দেখা হবে ফের কোন এক কালে
নক্ষত্রের ঝরে যাওয়া হিম সকালে।