এই যে,
আমার হুটহাট মন খারাপ হয়,
উদাস মনে তাকিয়ে থাকি -
তোমায় নিয়ে লেখা কবিতার ছন্দে।
তখন বিষন্নতা আমায় কুড়ে কুড়ে খায়,
তোমার শূন্যতাবোধ বাড়িয়ে দেয়
মোর হৃদয় পোড়ার শব্দে!
আমি অভিমানে অভিমানে পাহাড় গড়ে তুলি তোমার অনুভবে,
কিন্তু চাইলেই তোমাকে ছোঁয়ার সাধ্য হয় না
হৃদয়ের ক্লান্তি উপশমে তোমাকে পাশে পাইনা, অনুভূতির মৃত্যু হয় প্রতিটি ক্ষণে!
আমার এই অনুভবের বার্তা কি পৌঁছায়
তোমায় হৃদয়ে?
আমার শূন্যতার ঝড়ে কি আবহাওয়া বদলায় তোমার আঁখিকোণে?
আমার স্বরণে তোমার মনেও কি
প্রণয়ের কথনের গুঞ্জন উঠে!
অপেক্ষার এই দীর্ঘ আয়ুতে তুমিও কি -
ব্যাকুল হও আমার মতো!
আমি জানি, তুমিও ব্যথিত হও আমার মতন
জায়নামাজে চোখ ভেজে আমার সন্ধানে,
শোনো, অপেক্ষার আয়ু ফুরবেই একদিন
আমরা মিলিত হবো কাঙ্ক্ষিত হালাল বন্ধনে।