মরুভূ সাঁঝের নীরব আবহে
কে নিয়ে এলো দিশার বাতি,
কার শারদাগমে দীপ্তি ফুঁটলো
জাহেলিয়াতের তমিস্র যামিনী?

অশান্তি প্রিয় আরবের রক্তপিপাসা
মুছে গেলো কার সহচর্যে,
আল-আহাদের ঐশ্বর্যে বসুধাবাসী
হৃদয় জুড়ে নিলো তার প্রেমে।

মম চিত্তের প্রীতের কেন্দ্রবিন্দু
খুলুকে আযিম মুহম্মদ তুমি,
তোমার দিদারের অমিয় সুধা পায়
এই জাহান-মাখলুক সজ্জিত সৃষ্টি।

অগণিত শান উৎসর্গ তোমার সমীপে
হে রোজ হাশরের শাফায়াতের কান্ডারী,
আমি নীরব মনে দুরুদ পড়ি "সাল্লি আলা"
ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহি।