তোমার আঁখিযুগলের নিবিড় বিশ্লেষণ
ছুঁয়েছে মোর অনুভূতির প্রান্তসীমা,
ধোঁয়া আচ্ছাদিত জটিল সমীকরণে মোড়ানো
যেন প্রাচীন আরব কবির দুর্বোধ্য উপমা।

মারিয়ানা ট্রেঞ্চের ন্যায় মায়ার অতলস্পর্শী গভীরতা
এখানে এসেই সমাপ্ত হয় যাবতীয় অভিমান-বিবাদ,
মুহূর্তেই পুড়ে যায় হৃদয়ের সব শূন্যতা
আমি পড়তে শুরু করি তোমার চোখের অনুবাদ।

মোদের মুখোমুখি দর্শনে নিষ্পলক চাহনির চুক্তি হোক
অভিমান করে তোমার মুখ ফিরিয়ে নেয়া হোক বারন,
তোমাতে আমার মুগ্ধতার এই রেশ না কাটুক কখনো
তোমার চোখপানে তাকিয়ে কথা না হয়ে চলুক নৈঃশব্দের শাসন।