হায় ফিলিস্তিন! আমার পুড়ে যাওয়া অংশ
তোমার ঝলসানো চামড়া আমার ফরাশ,
তোমার খসে যাওয়া তুলতুলে নরম হাতটা
আমায় করে যায় তিক্ত উপহাস।

হায় আকসা! রক্তরাঙা দুলহান আমার
তোমার বাসরে হিংস্র দানব করে নৃত্য,
লুটিয়ে পড়া সেই ধুলিমাখা আঁচল বলে
মিছে হয়ে গেছে বুঝি মুসলিম ভ্রাতৃত্ব।

হায় শাবাব! তোমার অবহেলার জ্বলন্ত উপমা
জিহাদ ফরজ এ যেন তুমি জানোই না,
আজ শাবান পুড়লো, জ্বললো বুকের আয়াত
তবুও তোমার পৌরুষত্ব জাগলোই না।