মায়াময় পৃথিবীতে তুমি মহামায়া
বিমোহিত সৌন্দর্যের প্রতিক তুমি
তোমার মহনীয় চাহুনিতে ক্ষতবিক্ষত
প্রেমিক হৃদয়ে আবারো পোলাপ ফোঁটাও
কষ্টের শ্রাবণধারায় সিক্ত হৃদয় শুকাতে
এখনো প্রতিক্ষায় আছে নীলাকাশ
আর বিস্তির্ণ বেলার প্রেমময় রোদ্দুর।
স্নিগ্ধ প্রভাতে প্রভাবিত তুমিও কি
বৃষ্টি স্নাত শিশিরের ছোঁয়া খুঁজো?
তুমিও কি শুনতে পাও মুগ্ধতা ছড়ানো
পাখির কলতান...? কখনো বা তুমিও ঠিক
প্রস্ফুটিত পুষ্পোদ্যানে প্রজাপতি হয়ে
উড়ে বেড়াও মায়াবী সেই হৃদয় জুড়ে।
তুমি উঠে এসো, তুমি উঠে এসো  
মখমল বেছানো স্বপ্নীল সিড়ি বেয়ে।
দুরে ফেলো রাখো কন্টাকাকির্ণ
পিচ্ছিল কাঁটাযুক্ত  ক্লান্ত বিশ্রান্ত পথ।
হৃদয়ের গহীন গহ্বরে যে নীল,
পাশে রক্তিম আভা যেনো
রক্তাক্ত নীলাভ অবগাহিত বিগলিত
হৃদয়ের ফ্যাকাশে নিস্প্রভ অনুভূতি।
সেই অনুভূতি নিয়ে নিবাসীত একা
আঁধারে ঢাকা সামনে পরে আছে
বিশাল ভালবাসার উঠান...
সেই উঠানে হৃদয় নিঙড়ানো
ভালবাসা নিয়ে বসে আছি
শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য।।