বালুকাবেলায় পদলেহী সুকান্তা,
সুদূর সাগরিকা জল সুদিপ্তা।
একচিত্ত চাহনীতে দেহ ক্লান্ত,
প্রেমাবেগে মোহে নেশাকাতর ঘুমন্ত
অজান্তেই ছুটে যাই কাব্যারন্যে ;
বিমোহিত কাব্য সুষমার জন্যে
আমি ছুটি যাই.....
কখনো মরুভূ, কখনো হিমালয়,
পশ্চিমে বেলাভূমে, দক্ষিণে জংলায়
আমি সয়ং, কাব্যবোধে অহং।
আমি ভাবিয়েছি, স্পৃহা জাগিয়েছি
মম মর্মে..কবি ধর্মে
আমি বেধেঁছি বাধাহীন স্বপ্নে ঘর,
পর করে আপনে দিয়োছি আচর....
ভালবাসা ধরেছি, প্রজাপতি ধরেছি,
পোষ মানিয়েছি পাখিকে.....
পুষ্পোঙ্গে জল দেখেছি বৃষ্টির
ভেজা নীড়ে পাখি না ফিরলে
আমার কাব্যানুভুতি হবে ম্লান,
তন্ময়তাও ভিজে যাবে অশ্রুতে
হবে নিদারুণ স্বপ্ন ভঙ্গের বেদনা.....
তখনই মনে হয় কাব্য প্রেমে
আর বুঝি ফেরা হবেনা।।