হঠাৎ করে কোন একদিন যদি আমার পথ ফুরায়
অন্য কোন পথিকের পায়ে,
বিষন্ন রাত যদি হঠাৎ করে ঘুমায় চাঁদের খোলস উল্টে
তবে হঠাৎ করে আমি বুঝব
এ পৃথিবী আমার নয়; আমি এ পৃথিবীর নই।
হঠাৎ করে আমি একদিন মানব থেকে মহামানব,
প্রজ্জ্বলিত মৃত্তিকার নিষ্প্রাণ ছায়া থেকে
ইস্পাতে পরিনত হব।
আর তখন-
হঠাৎ করে আমি আমার স্বপ্নগুলো বিক্রি করে
উড়ন্ত প্রজাপতি হব।