এই যে পথ যা চলে গেছে অজানায়
আলো অন্ধকার মিশে গেছে;
এ পথে একদিন চলে গেছে সে
আদিম সুখের অন্বেষণে।
আমি দুখের সাগরে কান পেতে রই,
যদি কখনও সে এসে বলে
তোমার আমার ঠিকানা এক-অভিন্ন।
যদি কখনও সুখ এসে বলে
চল আমার হাতটি ধরে এ পথে;
অসীম আকাশের কোন প্রান্ত ছুঁয়ে
যদি সে এসে বলে
আমি তোমাকে ভালোবাসি।