দেয়ালের ওপারে আজো প্রতিধ্বনিত হয় তোমার কন্ঠ
দরজাটা খোলা রেখেছি,তুমি আসবে বলে
তোমার জন্য সকাল ফিরে দুপুর-সন্ধ্যা-রাত্রি
স্থির হয়ে আছি,
অস্থির আমি এই বুঝি তুমি বলবে,
দেখবে আমায়, রাজ্যের বিস্ময় নিয়ে
কেন শোনালে আগমনি গান? স্বপ্নতো আমি দেখিনি!
কেন দেখালে? যদি চলেই যাবে শেষ স্পর্শটুকু নিয়ে;
আজো খুঁজি, আচমকা মাঝ রাতে কেউ একজন ডাকবে
কোমর জড়িয়ে জ্যোৎস্না স্নানে;
বলা হবেনা আগের মত "দুষ্টু হয়েছে অনেক"।
মুখোমুখি দুজন আমরা; অনবরত প্রার্থনারত
যত ক্ষন না মিনার থেকে আসে মোয়াজ্জিমের আহবান
তুমি চলে গেলে সকালের সব আলোটুকু নিয়ে-
আসবে না জানি, তবুও দাঁড়িয়ে আছি
যদি মৃত্যুর ফেরেস্তা এসে দাঁড়ায় আমার দুয়ারে।
আবার দুজন, মুখোমুখি আজীবন।।