আমি ক্লান্ত পথিকের শেষ ক্লান্তি টুকু ছুঁয়ে জেনেছি
প্রণয়ের শেষ দৃশ্যে কষ্ট কতটুকু,
আমি আলোর এক কোনে আঁধারের বুক ছুঁয়ে দেখেছি
অনেক না পাওয়ার মাঝে কষ্টের নীল রং;
আমি তোমাকে ছুঁয়েছি
কষ্ট - শুধুই কষ্ট - কি যে কষ্ট!
নিতান্ত আবেগের বশে হয়তো একই পথে চলে
দুটি হৃদয়।
প্রনয়ের শেষ দৃশ্যে উভয়ই ক্লান্ত হয়,
হতে হয়।