কখনো ভালোবাসিনি আমি,কখনো ভালোবাসা হয়নি আমার;
তোমাকে ভালোবাসবো বলে
ভেসেছি এ নিদারুণ স্রোতে,
অষ্টে অঙ্গুলি ছুঁয়ে প্রণয়ের তীর্থ করেছি অলংকৃত।
তোমাকে ভালোবাসবো বলে
ভেঙ্গেছি এ জগৎ সংসার-ভেঙ্গেছি নিজেকে
প্রত্যুষে কুয়াশার চাদর জড়িয়ে হেঁটেছি এক মহাদেশ,
ঘাড় ধরে ঐ সূর্যটা এনে রেখেছি বুকের বা'পাশে।
তোমাকে ভালোবাসবো বলে
নদীর বুক থেকে জলে জলে কষ্ট তুলে
সাজিয়েছি যৌবনের সারাবেলা,
নষ্টে কষ্টে অপূর্ণতায় কাটিয়েছি কত নিদ্রাহীন রাত।
তোমাকে ভালোবাসবো বলে
একটি বছর সেলুনে গেলাম না, চুল কাটালাম না
বাতাসের সাথে উড়েছি ধূলি হয়ে।
তোমাকে ভালোবাসবো বলে
এ দু'চোখ নেয়নি কোন শীতল তাপ;
এ দু'হাত ছুঁয়ে দেখেনি কখনো কোন রমণীর নিঃশ্বাস।
কখনো ভালোবাসিনি আমি, কখনো ভালোবাসা হয়নি আমার;
তোমাকে ভালোবাসবো বলে।