ক্ষণকাল আগে যে কবিতার জন্ম হল
সে তোমারি গর্ভে,
অথচ দেখ
এর জন্মদাতা আমি।