যখন তুমি ছিলে নীল শাড়ী জড়িয়ে
একান্তে ছিল জোনাকির আলো,
মুঠো বাতাসে বক্ষ আঁচল উড়িয়ে
পাশে ছিল চাঁদের ললাট কালো।

আমি ছিলাম শরাব মুখে জোছনা ঘরে
উষ্ণ পরশে বসন্ত অন্তরালে,
নূপুর ঝংকারে ক্লান্ত রক্ত নিশ্চুপ ঝরে
বুকের উপর দুঃখ প্রদীপ জ্বলে।

যখন তুমি ছিলে বিমর্ষ অন্যমনা
এলো কেশে ছুটন্ত মেঘের কোলে,
আমি তখন কষ্টের আরম্ভে অগ্নি ফণা
জীবনের শেষটুকু শূন্যে দোলে।