ফুরায়ে যাবে একদিন সব ভালোবাসা
রয়ে যাবে ঢের মনের ছোট্ট আশা,
নক্ষত্রের পথে যে আলোর পিপাসা
সেও নিভে যাবে মিটায়ে হৃদয়ের তৃষ্ণা।
ফিরে যাবে প্রেমিক আঁধারের পথে
হয়তো আসিবে ফিরে রক্ত রাঙ্গা শরতে;
হয়তো ফিরে যাবে লাশ কাটা ঘরে,
দেখিবে কোমল বুকে কত না রক্ত ঝরে।
হয়তো এ শেষ না হওয়া শেষে
আবার আসিবে ফিরে ভালোবেসে,
হয়তো আসিবে রুপালী মেঘের কোলে
যেখানে শুভ্র তাঁরারা গিয়াছে চলে।
ফুরায়ে যাবে একদিন সব ভালোবাসা
রয়ে যাবে ঢের মনের ছোট্ট আশা ।