আজ আমি মন খারাপের দলে,
আজ আমি ডুব সাঁতারুদের দলে।
রাত্রির বুকে খোলা আকাশ, তবু
শূন্যতা ছুঁয়েছে ঘর-বাড়ি-শহর,
ঝুলানো ক্যাকটাস্ত, খাঁ খাঁ পৃষ্ঠ দগ্ধ মাঠ,
কোথায় যেন একটা দীর্ঘশ্বাস
কেউ নেই পাশে; নেই কোন পদধ্বনি
আমারি শহরে আমি একা।
তবু কেন আমি এখনও মুগ্ধ হই তার চুলের গন্ধে,
এখনও একটা নিঃশ্বাস ঘিরে থাকে আমার চারদিকে ;
যেন কেউ একজন আমায় জড়িয়ে আছে একান্তে।
আজ আমি মন খারাপের দলে,
আজ আমি ডুব সাঁতারুদের দলে।