যখন ক্লান্তি এসে দাঁড়ায় জলসা ঘরে
শেষ বিকেলের বিমর্ষ দু'ফোটা জল নিয়ে,
অনাকাঙ্ক্ষিত বিদায়ে আকাশ লুকায় মুখ
তখন স্মৃতি আমার দুয়ার আঁকড়ে ধরে।
ভাঙনের সুর বাজে নৈঃশব্দ্যের ছয়টি তারে
মেঘের কালো বোরকায় ঢাকা পড়ে নারী,
আমি দ্বিতীয় মানব রূপে আসি সংসারে
পুর্নজন্মের আশায় নিজের ছায়ায় নিজেকে গড়ি।।