তোমাকে নি‌য়ে ভাবনার নেপথ্যে থাকে
দৃষ্টিহীন স্বপ্নের প্রচ্ছদ।
নৈ:শব্দ্য থেকে চুরি করা শূন্যতার ভেতর দেখি
আমার ফেলে আসা হৃদয়ের মানচিত্র;
অদৃশ্য তুলির আঁচড়ে ক্ষত-বিক্ষত দৃশ্যে
কি যেন ক্রমান্বয়ে আমায় টানে অদৃশ্যে,
মধ্য রাতের জোছনাবৃষ্টি আমায় ভাবায়
পশ্চাতে চোখ পড়ে শূন্য বিছানায়।

তোমাকে নি‌য়ে ভাবনার নেপথ্যে থাকে
তোমাকে পা‌ওয়ার তীব্র আকাঙ্ক্ষা।।