এভাবে বললে কেন? এভাবে তাকালেই বা কেন?
বসন্ততো আমি আনিনি!
অনন্য পায়ে তোমার চুলই আনলো
আমার শুষ্ক বুকে বসন্তের আমেজ
কি যে দেখেছিলাম ঐ চুলে!
ইচ্ছে হয় ভালোবাসা আনি এ পোড়া সংসারে।
তুমি বসন্তকে বেধে রেখোনা ক্লিপের শক্ত বাহুতে
বাহু যুগল হতে এসো আমার সম্মুখে
শুভ্র আকাশ হয়ে,
না হয় বৃষ্টি হয়েই এলে এ দুচোখে।
এভাবে বললে কেন? এভাবে তাকালেই বা কেন?
বসন্ততো আমি আনিনি!