তোমার চুল দেখে বললাম, বেশতো!
তুমি বললে, আর এমন কি এইতো
ইচ্ছে করলে ছুঁয়ে দেখতে পারো।
আমি বললাম, ভালো লাগবে খুলে দিলো আরো
তুমি ছড়িয়ে দিলে আকাশে মৃদু হেসে,
আমি হাত বাড়ালাম মেঘের কোল ঘেঁসে
তুমি বললে, আঁকতে পারো কোন নদীর ছবি?
প্রগাঢ় - দৃঢ় - বিশাল,
বাঁকানো ঠোঁট - দেহ তরু তাল।
আমি বললাম, তোমার মত?
তুমি বললে, বুঝি না অত শত
আমি বললাম, পারি কারন আমি যে কবি।