কোন দিন আমি দেখিনি তোমায় অমন করে,
আজ প্রথম দেখলাম -
তাই চোখের কোনে আনন্দ অশ্রু,
তোমার মুখে প্রভাতের ফোঁটা প্রথম শিউলি;
কিশোরীর নগ্ন দু'হাতে গাঁথা মালা,
তরুণ সূর্যের দর্প চাওয়া আজ প্রথম দেখলাম।
দিনে দিনে ক্লান্ত অধর একটু জলের পিপাসা,
নিস্তব্ধ বুকের সাগরে বসন্ত ব্যঞ্জনা;
কপোলের কোল বেয়ে বিন্দু বিন্দু অম্বর,
ঘুমিয়ে পড়া আলোর গোলক
নিশ্চুপ চোখের বন্দরে নোঙর করা স্বপ্ন,
আজ প্রথম দেখলাম নবারুণরাগে।
কোন দিন আমি দেখিনি তোমায় অমন করে,
আজ প্রথম দেখলাম।