আজকে আকাশ আঁধার মিশে
থমকে গেছে আলো এসে,
দূরে দাঁড়িয়ে সন্ধ্যা তারা
মুচকি হেসে দিচ্ছে নাড়া।

কলি কালের পথের বাঁকে
আসছে ছুটে গন্ধ নাকে,
পচন ধরা অন্ধ বুকে
আছিস তোরা মহা সুখে।

সুখের পৃষ্ঠা উল্টে এসে
ধরবে তোদের মুচকি হেসে,
আঁধার আলোর দ্বন্দ্ব শেষে
করবি কিরে অবশেষে।।