আবার বৃষ্টি নামবে পলাতক পাখির ডানায় ভর দিয়ে
আবার হয়তো কোন রূঢ় বাস্তবতা সম্মুখে এসে দাঁড়াবে,
বেশ এনিয়ে-বিনিয়ে বসবে।
দিগন্ত আঁচল পেতে একটি দিন ভিক্ষা চাইবে,
কোন অসাড় পথিকের ক্লান্ত পা আটকে যাবে
মাটির হেয়ালি বুকে।
আবার বৃষ্টি নামবে- তুমি স্থির জেনো,
গন্তব্যের সীমানা শেষে
আবার কোন প্রেমিক এসে দাঁড়াবে।
অতঃপর রৌদ্র সন্ত্রাসে অকালে ঝরে যাবে।
আবার কোন প্রেমিক এসে দাঁড়াবে, বৃষ্টি নামবে
পলাতক পাখির ডানায়;
তুমি স্থির জেনো।