তোমাকে পাওয়া হয়নি বলে!
গত বছরের কেনা সেই গোলাপ গাছটিতে
আজও গোলাপ ফুটেনি।
তোমায় পাওয়া হয় নি বলে!
রামনাবাদ নদীতে ডুবে যাওয়া চাঁদটা
আজও দুচোখে দেখা হয় নি।
তোমাকে পাওয়া হয়নি বলে
বিশ্বাস করতে ইচ্ছে করে যে,
জন্মান্তর বলে কিছু আছে।
এ জন্মের জমানো অশ্রু
পরের জন্মেও কাঁদিয়ে মারে,
এ জন্মের তোমার চুলের গন্ধ
পরের জন্মেও মাতাল করে ।
তোমায় পাওয়া হয় নি বলে!
আমার এক আকাশ কবিতা লেখা বাকি,
শুধু তোমায় পাওয়া হয়নি বলে!
একটা গোটা জীবন বাঁচা বাকি।
'
'
১৩ আগস্ট, ২০২১
পটুয়াখালী।