প্রিয় নীলা,
ভালোবেসে সবাই আকাশ হতে পারে না
হয়ত পাখি হয়েই সবাই উড়ে যায়।
তুমিও পাখি হয়েই উড়ে গেছ নীলা!
মনের কোণে কষ্টরা এসে বাসা বাঁধে
স্বপ্নের মৃত্যু যে ওখানেই
তা বড্ড দেরীতে জেনেছি।
জানো নীলা! তাই আজ আর কোন কষ্ট পাই না।
আমি পাহাড়ের সাথে জীবন বদল করেছি
কষ্টগুলো পরিবর্তিত হয়েছে সবুজ বনে।
অশ্রুসিক্ত বর্ষা ঝরে পড়ে ঐ সবুজেই
তার সাথে অকালে সব স্বপ্ন ও যে ঝরে পড়ে রোজ।
আজ আর কোন কষ্ট পাই না।
হয়ত তুমি আবার পাখি হয়ে উড়ে যাবে।
বিশ্বাস করো নীলা!
আমি সেই আকাশ হয়েই তোমায় উড়তে দেব।
২৩ আগস্ট, ২০২২
পটুয়াখালী।