জীবনকে একদিন প্রশ্ন করলাম
তুমি চলমান কেন ?
বিরামহীন সময়ের কাঁটা ধরে ঘন্টা
মিনিটে ?
জীবন হেসে বলে- গতিশীল জীবনের
ধর্ম।
সেতো চলন্ত গতিতে চলে কক্ষপথ ধরে।
জীবনকে একদিন প্রশ্ন করলাম
তুমি ক্ষণস্থায়ী কেন ?
আবদ্ধ সীমারেখায় বন্দী কারাগারে?
জীবন হেসে বলে- মরনশীল জীবনের
ধর্ম।
দিনের অবসান সেতো গোধূলি বেলায়।
জীবনকে একদিন প্রশ্ন করলাম
তুমি সুখ, দুঃখে বহুরূপী কেন ?
ভিন্ন স্বাদে- গন্ধে, উষ্ণ রক্তে শ্বাসে প্রশ্বাসে?
জীবন হেসে বলে- সুখ-দুঃখই জীবনের
ধর্ম।
শীত, গ্ৰীষ্ম, বর্ষার সেতো বিচিত্র সমন্বয়।
১৯ মার্চ, ২০২৩
লালবাগ, ঢাকা।