স্বাধীনতার এত বছর অতিবাহিত হওয়ার পরেও
আজও রোদন শুনি বাংলার ঘরে ঘরে,
সীমান্তের কাটা তারে ঝুলে থাকে স্বজনের লাশ।
আজও রক্তে রক্তাক্ত হয় অরন্যের সবুজ মাঠ
দুর্গম গিরি হতে পার কান্ডারী হুশিয়ার,
জীবন যুদ্ধে ঝাপিয়ে পড়ো হাতে তুলে তলোয়ার।
আগুনের বুকে জলের কবু হয়নি ঠাঁই
এই বাংলায় হায়নাদের কোন স্থান নাই।
কাপিয়ে রাজপথ করো শপথ
কাদে রেখে কাদ হও আগুয়ান,
ছিরে ফেলো অরাজকতার যত বন্দী শিকল।
করো প্রতিবাদ নাই কি কারো হিম্মত?
ধরো শক্ত হাতে হাল
শান্তির আহ্বানে- জীবনের জয়গানে
উড়িয়ে মুক্তির পাল।
তুফানের মত বেগবান হও
পারি দিয়ে রক্তের দরিয়া,
শত্রুর সাথে নেই কোন দোস্তি
করো বিনাশ তারে সাহস নিয়া।
তিমির রাতে অগ্নি হাতে চালাও অভিযান
শত্রুর ভয়ে কাপেনা হিয়া
লড়ো বাজি রেখে আত্নপ্রান।
'' জাগো বাঙ্গালি জাগো"
আজও শোনা যায় অসহায়ত্বের করুণ আর্তনাদ,
আজও খুনে লাল হচ্ছে অলি-গলি ও ফুটপাত।
হে বাঙ্গালি রুখে দাড়াও বৈরী শক্তির বিরুদ্ধে
প্রতিক্ষায় স্বপ্নে পোশা বিজয় নিশান,
আমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেয়ে যাব বীরত্বের জয়গান।
'
২৭ অক্টোবর ২০১৯