মনে হয় চিনি তোমায় মনে হয় চিনি না
ভুলতে গিয়েও তোমায় ভুলতে পারি না
সকালের রোদ তুমি গোধূলির ক্ষণ রূপ
নিজেই যে মৃত নদী কোথায় দেবো ডুঁব?
কোথায় দেবো ডুঁব চারিদিকে ভাঙচুর
বিশ্বাস ঝরলেও কাটেনি তোমার ঘোর
এক হাত বাড়ালে আরহাত গুটিয়ে নিই
শূন্যতার বুকে আমি পূর্ণতা এঁকে দিই।
পূর্ণতা একে দিই আজও অবাক হতে জানি
তোমাকে ছাড়া খা খা করে এই রাজধানী
বলতে গিয়েও হয় না বলা মনের সব কথা
ওষ্ঠে নিয়ে ঘুরি আমি বেদনার শত নীরবতা।
বেদনার শত নীরবতা একদিন ভেঙে গেলে
হঠাৎ সন্ধ্যায় মুক্তমঞ্ছে তোমায় পেয়ে গেলে
ফুলেরা পাবে প্রাণ এই শহর ফের সুস্থ হবে
অতলান্ত শূন্যতা সেদিন পূর্ণতার গান গাবে।