১.
চারিদিকে হাত বাড়িয়েছি হাতের সন্ধানে
তুই চির একা বলে গেলো কে কানে কানে!
২.
সময়ের ঘড়ি চলছে অবিরাম
জীবনের ঘড়ির রয়েছে বিরাম।
৩.
আটকে গেছি মাকড়সার জালে
কষ্ট বাড়ছে তালে বেতালে।
৪.
ভেতরে মুমূর্ষু রোগী নিয়ে আটকে আছি যানজটে
কত কিছু ভুলে গেলেও কত কিছু যায় রোজ ঘটে।
৫.
ভেঙে যাচ্ছে বিশ্বাস, তবুও আঁকড়ে বেঁচে আছি
দূরত্ব অসীম জেনেও মনে হয় আমরা কাছাকাছি।
৬.
ভাষাহীন গোলাপ নিয়ে দাঁড়িয়ে থাকি রোজ
এই হৃদয়ে তুমি ছাড়া রাখি না কারও খোঁজ।
৭.
কতটুকু কাছে আসলে তুমি টেনে নেবে বুকে
কতটুকু হারিয়ে গেলে থাকবো তোমার শোকে।